শিরোনাম
আজ ঢাকায় গাইবেন অনুপম রায়
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৯:৫৪
আজ ঢাকায় গাইবেন অনুপম রায়
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ঢাকায় ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।


৫ জুলাই, বুধবার দুপুরে ঢাকায় এসেছেন অনুপম রায়, রাতে ঢাকার এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন অনুপম।


তি‌নি সাংবাদিকদের জানান, বাংলাদেশের শ্রোতাদের সামনে গাইতে পারা তাঁর জন্য সব সময় আনন্দের। শ্রোতাদের সামনে আলোচিত বাংলা গানগু‌লোই আজ গাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।


ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আজ বিকেল পাঁচটার দিক‌ে মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়।


রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা রয়েছে।


সংবাদ সম্মেলনে অনুপম ছাড়াও কলকাতার তালপাতার সেপাই ব্যান্ডের সদস্যরাও ছিলেন। এর আগে গত ১০ মার্চ নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করে গেছেন অনুপম, এ বছর বাংলাদেশে এটি তাঁর দ্বিতীয় কনসার্ট।


২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে সাড়া ফেলে দেন অনুপম। এরপর একের পর এক তাঁর গান প্রশংসিত হয়েছে।


‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com