শিরোনাম
এবার নতুন সদস্য সিদ্ধার্থ-কিয়ারার বাড়িতে!
প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৬:২৫
এবার নতুন সদস্য সিদ্ধার্থ-কিয়ারার বাড়িতে!
প্রিন্ট অ-অ+

চলতি বছর ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে রাজস্থানে বিয়ে করেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। বিয়ের পর থেকেই দু’জনেরই কাজের দায়বদ্ধতা থাকায় মধুচন্দ্রিমায় পর্যন্ত যেতে পারেননি তাঁরা।


সম্প্রতি দু’জনকে জাপানে দেখা যায়। যদিও সেই সফর ছিল কাজের কারণেই। এর মাঝে সিড-কিয়ারার সংসারে হাজির নতুন সদস্য।


মধুচন্দ্রিমা না গেলেও বিয়ের পর একটি বিলাসবহুল মার্সিডিজ় গাড়ি কিনলেন অভিনেত্রী। গাড়িটির দাম প্রায় ২.৭০ কোটি। আজকাল শুটিংয়ে যাচ্ছেন কালো রঙের এই গাড়িটি চেপেই। তবে গাড়িটি সিদ্ধার্থ উপহার দিলেন, না কি নিজেই কিনেছেন? সেই উত্তর অবশ্য অজানা।


শোনা যাচ্ছে, খুব শীঘ্রই স্বামী সিদ্ধার্থের সঙ্গে জুটিতে বড় পর্দায় দেখা যাবে কিয়ারাকে। বিয়ের পরে এটিই হবে একসঙ্গে তাঁদের প্রথম কাজ। কর্ণ জোহর তাঁদের দু’জনেরই খুব কাছের। তাঁর প্রযোজনা সংস্থার অধীনেই তৈরি হবে ছবি।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com