চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার (২৯ মে) দিবাগত দেড়টার দিকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালকে দেখা গেছে।
এ ঘটনায় অভিনেত্রী সুনেরাহ নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে ভিডিও ফাঁসের সঙ্গে রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণি জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে পরীমণি ও সুনেরাহর পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেলেও সারাদিন এ বিষয়ে কোনো বক্তব্য দেখা যায়নি রাজের। তবে মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় ভিডিও ফাঁসের ঘটনাটি নিয়ে একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন রাজ।
ভিডিও ফাঁসের ঘটনা ও ফেসবুক আইডি হ্যাক কি না জানতে চাইলে রাজ বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে দেখাচ্ছে, ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, এটা নিশ্চিত। কীভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না।
স্ক্রিনশটে আপনার আইডি দেখাচ্ছে বিষয়টি আসলে কী; জানতে চাইলে রাজ বলেন, আমিও তো কিছুই বুঝতে পারছি না। এটাই তো সমস্যা। পুরো ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি।
নিজে কিছু পোস্ট করেননি জানিয়ে এই চিত্রনায়ক বলেন, আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পরে শুনি ডিলিট হয়েছে। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। সকাল থেকে আমাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আমি কিছুই ফাইন্ডআউট করতে পারছি না। কিন্তু যেহেতু আমার আইডি দেখাচ্ছে, বিষয়টা আমিও জানতে চাই।
বিষয়টি নিয়ে কাউকে সন্দেহও হচ্ছে না জানিয়ে রাজ বলেন, আমার কাউকে সন্দেহও হয় না। তবে আমি পুরো ব্যাপারটা বোঝার ট্রাই করছি। ঘুম থেকে ওঠার পরই আমি এটা দেখলাম। রাত একটা থেকে দেড়টার মধ্যে ঘুমিয়েছি। সকালে যখন উঠেছি, তখনই এসব শুনলাম। আমার জন্য পুরো ব্যাপারটা ভীষণ অস্বস্তিকর।
এই ঘটনায় কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, দেখি, আমার মুরব্বিরা আছেন, অভিভাবকেরা আছেন, তাদের সবার সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেব। তবে এখনো আমি কাউকে সন্দেহ করতে চাই না।
ছবি ও ভিডিও ছড়ানো বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কিন্তু কাজও হয় নাই। কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। আমি নিজেও বিব্রত। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে, এটা সত্যিই অস্বস্তিকর।
তিনি বলেন, বছর পাঁচেক তো হবেই, ‘ন ডরাই’-এর শুটিংয়ের সময়ে। প্ল্যান করে কিছুই শুট করা না। কিন্তু এত বছর কেমনে এখন এসব ব্যাখ্যা করব, নিজেও জানি না।
ভিডিওটি ঢাকার রাস্তায় করা জানিয়ে রাজ আরও বলেন, ঢাকার রাস্তায় র্যান্ডমলি করা। হ্যাংআউট করি না। আমরা মজা করছিলাম, মজাচ্ছলে ভিডিওগুলো করা। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে ওরা আমার কাছের বন্ধু। কোনো উদ্দেশ্যে এসব ভিডিও করা নয়।
আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কীভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন। আমার আগের ফোনটা অনেক আগে হারিয়ে গেছে। কেউ না কেউ তো আছে, যারা এসব ভিডিও ছড়িয়েছে। -বললেন রাজ।
ভিডিও ছড়ানোর বিষয়ে সুনেরাহ ফেসবুক পোস্টে আপনার স্ত্রী পরীমণিকে ইঙ্গিত করেছেন, বিষয়টি নিয়ে কী বললেন; এমন এক প্রশ্নের জবাবে রাজ বলেন, এটা আমি এখনো দেখিনি। দেখার পর বুঝতে পারব। এমনকি ভিডিও ফাঁসের পর পরীমণির সঙ্গে কথাও হয়নি বলে জানান রাজ। সূত্র: নিউজজি
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]