শিরোনাম
শাকিবের বিশেষ দিন, উদযাপন করলেন 'প্রিয়তমা' রাধিকা
প্রকাশ : ৩০ মে ২০২৩, ১০:২৬
শাকিবের বিশেষ দিন, উদযাপন করলেন 'প্রিয়তমা' রাধিকা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অভিনয় জীবনের ২৪ বছর পার করলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান।


ওপার বাংলার সিরিয়ালের পরিচিত মুখ ইধিকা পাল। এই মুহূর্তে তিনি রয়েছেন কক্সবাজারে, ‘প্রিয়তমা’ ছবির শুটিং-এ ব্যস্ত। এরই মাঝে ছবির নায়ক শাকিব খান অভিনয় জীবনের ২৪ বছর পার করলেন। 


'প্রিয়তমা'র শুটিং ফ্লোরেই চলল উদ্‌যাপন।


কাটা হল বিশাল চকলেট কেক। ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ এবং কলকাতার ইধিকাকে পাশে নিয়ে কেক কাটলেন শাকিব। নায়ককে কেক খাইয়ে দিলেন শাকিবের প্রিয়তমা অর্থাৎ ইধিকা।


সারা দিন ধরেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। শুটিংয়ের ফাঁকে শাকিব বলেন, ‘‘আজ আমার অভিনয় জীবনের বিশেষ দিন। এই দিনটিকে আমি কখনও ভুলব না। কারণ আমার সিনেমায় পা রাখার পিছনে যে সকল মানুষের অবদান রয়েছে তাদের আমি কখনো ভুলতে পারি না। বিশেষ করে সোহানুর রহমান সোহান ভাই, আজিজ রেজা ভাইকে আমার সব সময় মনে থাকবে, যেমনটা থাকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে স্মরণ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন।’’


১৯৯৯ সালে অন্তত ভালবাসা ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি ২০২৩-এর ‘লিডার আমিই বাংলাদেশ’। এত দীর্ঘ সময় ঢালিউড ইন্ডাস্ট্রির বাণিজ্যিক ছবির মুকুটহীন সম্রাট তিনি। তিনি যেমন আলোচিত, তেমনই সমালোচিত। তবে শাকিবই খানই সে দেশের প্রথম সুপারস্টার।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com