কান উৎসবে স্বর্ণপাম জিতলেন ফরাসি নারী নির্মাতা
প্রকাশ : ২৮ মে ২০২৩, ০১:৫৫
কান উৎসবে স্বর্ণপাম জিতলেন ফরাসি নারী নির্মাতা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ স্বীকৃতি স্বর্ণপাম (পাম দ’র) জিতলেন ফরাসি নারী জাস্টিন ত্রিয়েত। তার পরিচালিত অ্যানাটমি অব অ্যা ফল পুরস্কারটি পেয়েছে।


আগেই অনুমান করা হয়েছিল, এবার শেষ হাসিটা হাসবেন কোনও এক নারী নির্মাতা। সেটাই সত্যি হলো। 


কান উৎসবের আগের ৭৫টি আসরের ইতিহাসে মাত্র দুই নারী পরিচালক স্বর্ণপাম জিতেছেন। এবার মূল প্রতিযোগিতা শাখায় ছিল রেকর্ডসংখ্যক সাত নারী পরিচালকের কাজ। এগুলো হলো অস্ট্রিয়ার জেসিকা হাউজনার পরিচালিত ‘ক্লাব জিরো’, ইতালির আলিস রোরওয়াকারের ‘লা কিমেরা’, তিউনিসিয়ার কাউতার বেন হানিয়ার ‘ফোর ডটারস’, ফ্রান্সের জাস্টিন ত্রিয়েত পরিচালিত ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ও ক্যাথেরিন ব্রেইয়াতের ‘লাস্ট সামার’, ইতালির ক্যাথরিন কোরসিনির ‘হোমকামিং’ এবং সেনেগালের বংশোদ্ভূত ফরাসি তরুণী রামাতা তুলাই সি’র প্রথম চলচ্চিত্র ‘ব্যানেল অ্যান্ড অ্যাদামা’। 


এরমধ্যে পালে ভবনের গুঞ্জনে রয়েছে ‘ক্লাব জিরো’ আর ‌‘অ্যানাটমি অব অ্যা ফল’ নামের ছবি দুটি।


৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ী তালিকা
মূল প্রতিযোগিতা
পাম দ’র: অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, ফ্রান্স)
গ্রাঁ প্রিঁ: দ্য জোন অব ইন্টারেস্ট (জনাথন গ্লেজার, যুক্তরাজ্য)
সেরা পরিচালক: ট্র্যান আন হাং (দ্য পত অঁ ফু, ভিয়েতনাম/ফ্রান্স)
জুরি প্রাইজ: ফলেন লিভস (আকি কাউরিসমাকি, ফিনল্যান্ড)
সেরা অভিনেতা: ফুজি ইয়াকুশো (পারফেক্ট ডেজ, জাপান)
সেরা অভিনেত্রী: মারভে দিজদার (অ্যাবাউট ড্রাই গ্রাসেস, তুরস্ক)
সেরা চিত্রনাট্যকার: ইউজি সাকামাতো (মনস্টার, জাপান)
ক্যামেরা দ’র: থিয়েন আন ফাম (ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল, ভিয়েতনাম)
সম্মানসূচক পাম দ’র: মাইকেল ডগলাস, হ্যারিসন ফোর্ড


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com