
দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (২৬ মে) মুক্তি পেয়েছে দুই সিনেমা। একটি অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’, অপরটি যুবরাজ শামীমের ‘আদিম’।
দুটো সিনেমাই প্রতিদিন তিনটি হলে ৯টি করে শো প্রদর্শিত হবে বলে জানা গেছে।
এর মধ্যে ‘মা’ দেখা যাবে রাজধানীর স্টার সিনেপ্লেক্স (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) ও রুটস সিনেক্লাবে (সিরাজগঞ্জ)।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘মা। মূলত মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্প ফুটে উঠবে পর্দায়।
সিনেমায় মূল চরিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এ ছাড়া আরও অভিনয় করেছেন, সাজু খাদেম, ফারজানা ছবি, আজাদ আবুল কালাম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।
অপরদিকে ‘ম’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) ও সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)।
টঙ্গীর একটি বস্তিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘আদিম’। সিনেমার গল্পেও ফুটে উঠবে বস্তিতে থাকা অসহায় মানুষদের জীবন-যাপনের ধারা। এতে অভিনয় করেছেন, সোহাগী, বাদশা, দুলাল, সাদেক প্রমুখ। এটি নির্মাতার নিজস্ব প্রতিষ্ঠান ‘রসায়ন’-এর ব্যানারে গণ-অর্থায়নে নির্মিত হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]