
২৫ মে থেকে লখনউতে শুরু হয়েছে ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’ যা শেষ হবে আগামী ৩ জুন। সঙ্গীতশিল্পী কৈলাস খের গিয়েছিলেন সেই অনুষ্ঠানে। ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস’ অনুষ্ঠানে তাঁর কনসার্টের আয়োজন করা হয়েছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানেই গাইতে গিয়ে মেজাজ হারান গায়ক। মঞ্চে উঠতেই উদ্যোক্তাদের তুলোধনা করতে শুরু করেন কৈলাস।
এখনও পর্যন্ত ভারতের সব থেকে বড় খেলা সংক্রান্ত অনুষ্ঠান এই ‘খেলো ইন্ডিয়া’ বলেই প্রচার করেছেন এর আয়োজকেরা। সারা দেশের প্রায় ২০০ বিশ্ববিদ্যালয়ের চার হাজারেরও বেশি ক্রীড়াবিদ এই অনুষ্ঠানে যোগ দেন। প্রায় দশ দিন ধরে চলা এই অনুষ্ঠানে খেলাধুলোর পাশাপাশি হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সেখানেই গাইতে গিয়ে রুদ্রমূর্তি ধরলেন কৈলাস।
কিন্তু কী কারণে মঞ্চে উঠেই উদ্যোক্তাদের প্রতি ক্ষোভ উগরে দেন শিল্পী? সেখানে গিয়ে প্রায় এক ঘণ্টা মতো অপেক্ষা করতে হয় তাঁকে। আর তাতেই মেজাজ হারান তিনি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
মঞ্চে কৈলাসকে বলতে শোনা যায়, 'এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি, বেশি চালাকি না দেখিয়ে একটু ভদ্রতা শিখুন। কী ধরনের অনুষ্ঠান এই খেলো ইন্ডিয়া? এরা তো কাজটাই পারে না!' মাইকের মধ্যেই চিৎকার করতে থাকেন তিনি।
আরও একটা ভিডিওতে শোনা যায়, শিল্পী বলছেন, 'যখন আমাকে অনুষ্ঠান করতে ডেকেছেন, তা হলে আগামী এক ঘণ্টা আমার। আমি আমার দর্শক ও মাতৃভূমির সম্মান করি। তবে উদ্যোক্তরা একেবারেই ভাল নয়।'
অনুষ্ঠান শেষে ফিরে গিয়ে ধন্যবাদ জানিয়ে গায়ক লেখেন, 'খেলা এবং সঙ্গীতকে এক ছাতার তলায় আনার জন্য ধন্যবাদ।'
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]