
কানের প্রথম দিনে সারা আলি খানকে দেখা গিয়েছিল একেবারে ভারতীয় বেশে। আইভরি লেহঙ্গায় সারার সাজ নজর কেড়েছিল সকলের। কেমন ছিল তাঁর দ্বিতীয় দিনের সাজ?
দ্বিতীয় দিনে তাঁর দেখা মিলল কালো-সাদা ইন্দো-ওয়েস্টার্ন স্কার্ট। সারা এ দিনও আবু জানি আর সন্দীপ খোসলার ডিজ়াইনার পোশাক পরেছিলেন। সারাকে পোশাক পরানোর দায়িত্বে ছিলেন ডলি জৈন।
কানের দ্বিতীয় দিনের জন্য সারা বেছে নেন কালো-সাদা রঙের পুঁতিযুক্ত ব্র্যালেট হল্টারনেক ব্লাউজ। সঙ্গে সাদাকালো লম্বা ঝুলের স্কার্ট। এ ছাড়া সারার পরনে ছিল কালো এবং সাদা মুক্তোর নেকলেস ও স্টাড। মেসি বান, বোল্ড উইংড আইলাইনার, গাঢ় রঙের লিপস্টিকেই সারা ছিলেন অনন্যা!
তবে সমাজমাধ্যমে সারার এই সাদা-কালো সাজ নিয়ে ব্যাপক চর্চা হয়। কানের দ্বিতীয় লুক সামনে আসতেই ট্রোলিংয়ের শিকার সইফ কন্যা। তবে ‘কেদারনাথ’ অভিনেত্রী যেন তৈরিই ছিলেন ট্রোলারদের জবাব দিতে।
ইনস্টাগ্রামে নিজের এই সাজপোশাকের ছবি ভাগ করে সারা করে লিখলেন, ‘‘জেব্রার মতো লাগছে নিজেকে। তবে ভুলেও আমার লাইন ক্রস কোরো না।’’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]