
কান চলচ্চিত্র উৎসবের হাজারো দর্শকের সামনে এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জনি ডেপ। সবাই যখন তাকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিল, এসময় তাকে চোখ মুছতে দেখা যায়।
৭৬তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীর রাতেই প্রদর্শিত হয়েছে হলিউডের আলোচিত অভিনেতা জনি ডেপ অভিনীত 'জ্যাঁ দো বাঘি' চলচ্চিত্রটি। আর বহুদিন পর কান-এ ফিরেই বাজিমাত করেছেন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা।
উৎসবে নিজের সিনেমার জন্য সাত মিনিটের 'স্ট্যান্ডিং অভেশন' পেয়েছেন জনি ডেপ! খবর ভ্যারাইটি'র।
কান চলচ্চিত্র উৎসবের হাজারো দর্শক, অভিনেতা ও জুরিদের সামনে এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জনি ডেপ। সবাই যখন তাকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিল, এসময় তাকে চোখ মুছতে দেখা যায় এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে সাড়া দেন তিনি।
২০২২ সালে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলার পর থেকে নানা সমালোচনা-বিতর্কে জর্জরিত ডেপকে এ ধরনের বড় কোনো আয়োজনে দেখা যায়নি। কিন্তু কান-এ তিনি ফিরেছেন রাজার বেশেই। জ্যাঁ দো বাঘি চলচ্চিত্রে ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই এর চরিত্রে অভিনয় করেছেন ডেপ। ইতিহাসনির্ভর এই চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে গত বছরের জুলাইয়ে।
ফরাসি ভাষার চলচ্চিত্র 'জ্যাঁ দো বাঘি' পরিচালনা করেছেন ফরাসি অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা মাইওয়েন। ছবির জন্য 'স্ট্যান্ডিং অভেশন' পাওয়ার পর তিনিও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, "আমি আমার ভালোবাসার মানুষ, আমার প্রযোজক, প্রযোজনা প্রতিষ্ঠান লে প্যাক্ত-এর সাথে এই সুন্দর মূহুর্ত শেয়ার করে নিতে চাই। এটা ছিল এমন একটা ছবি যার অর্থায়ন করা কঠিন হয়ে পড়েছিল... সেই সঙ্গে আমি এই মুহুর্তটা আমার সব টিমের সাথে শেয়ার করে নিতে চাই।"
হাজার হাজার ভক্তের উচ্ছ্বাস ও করতালির মাঝে কান চলচ্চিত্র উৎসবে এসে পৌঁছান জনি ডেপ। বাইরে অপেক্ষমান ভক্তরা অনেকেই প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখতে চাইছিলেন, কেউ কেউ সফলও হয়েছেন এই কাজে। অনুষ্ঠানের লাল গালিচায় প্রবেশের আগে বাইরে ভক্তদের সাথেই পুরো পাঁচ মিনিট সময় কাটিয়েছেন 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'।
ফরাসি চলচ্চিত্র নির্মাতা মাইওয়েন পরিচালিত এই সিনেমার গল্প রাজা পঞ্চদশ লুই য়ের সর্বশেষ উপপত্নী জ্যাঁ দো বাঘিকে কেন্দ্র করে। দরিদ্র ঘরে জন্ম নেওয়া জ্যাঁ দো বাঘি কিভাবে পঞ্চদশ লুইয়ের স্নেহের বন্ধনে বাঁধা পড়েন সেটিই দেখানো হবে ছবিতে।
এদিকে কান চলচ্চিত্র উৎসবে আসার আগে বিতর্কে জড়িয়েছেন 'জ্যাঁ দো বাঘি' চলচ্চিত্রের পরিচালক মাইওয়েন নিজেও। এক ফরাসি সাংবাদিককে তিনি থুতু দিয়েছেন স্বীকার করার পর তাকে ঘিরে বিতর্ক শুরু হয়।
এই ঘটনার কারণে এখন মিডিয়াপার্ট নামক একটি ম্যাগাজিনের প্রধান সম্পাদক এডুই প্লেনেল তার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ রয়েছে যে মাইওয়েন একটি রেস্টুরেন্ট বসে ছিলেন এবং নিজে থেকেই প্লেনেলের টেবিলে গিয়ে তাকে পাকড়াও করেন এবং তার চেহারায় থুতু মারেন।
তবে, দুঃসময় কাটিয়ে আবারও সিনেমার জগতে নিয়মিত হওয়ার সুফল যেন পেয়েই গেছেন জনি ডেপ। কান চলচ্চিত্র উৎসবে তার জন্য ভক্তদের উল্লাস দেখা গেছে। বিভিন্ন পোস্টার, ছবি নিয়ে তারা ডেপের সমর্থন করছিলেন। এই মুহূর্তে 'জ্যাঁ দো বাঘি' ছবিটি যুক্তরাষ্ট্রে হলে প্রদর্শনের জন্য অনুমতি চাওয়া হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]