শিরোনাম
কানে নজর কাড়ল ভারতীয় অভিনেত্রীদের পোশাক
প্রকাশ : ১৭ মে ২০২৩, ১৮:১৬
কানে নজর কাড়ল ভারতীয় অভিনেত্রীদের পোশাক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে লালগালিচায় হাঁটলেন ভারতীয় চার অভিনেত্রী। তাঁদের মধ্যে এবারই প্রথম হাঁটলেন সারা আলী খান আর অভিনেত্রী এশা গুপ্তা। এ ছাড়া আরও ছিলেন অভিনেত্রী উর্বশী রাওতেলা ও মানুষি ছিল্লার।


সারা আলী খান ভারতীয় ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলার তৈরি করা লেহেঙ্গায় দেশীয় আমেজ তুলে ধরেন। হালকা সোনালি লেহেঙ্গায় ভরাট কাজ ছিল চোখে পড়ার মতো। পোশাকে ক্রিস্টালের পাথর, মুক্তা এবং সুতার সূক্ষ কাজ ফুটিয়ে তুলেছেন ডিজাইনার। ব্যবহার করা হয়েছে দুটি ওড়না—একটি মাথার ওপর আটকানো, অন্যটি কাঁধ থেকে ঝোলানো। চুল ছিল বাঁধা, মেকআপে ছিল না কোনো আধিক্য। কানে দুল আর হাতের একটি বালাতেই সীমাবদ্ধ ছিল গয়নার ব্যবহার। অন্য সবকিছুই ন্যূনতম রেখেছিলেন, যাতে পোশাকটির মাধ্যমে লালগালিচায় উজ্জ্বল হয়ে উঠতে পারেন। কার্পেটের ওপর বিছানো প্রবহমান ওড়নায় রাজকীয় ভাবই ফুটে উঠেছে।


উর্বশী রাওতেলা গোলাপি রঙের ট্যুল গাউন পরেছিলেন। পুরো গাউনটিতেই র‍্যাফেলের কাজ নজর কেড়েছে। তবে গয়নার বাছার ক্ষেত্রেও কম সাহস দেখাননি। গলায় আস্ত একটি কুমির আকৃতির হার পরে এসেছিলেন তিনি। এই সাজ নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকাশিত ছবিগুলোর নিচে ইতিবাচক এবং নেতিবাচক—দুই ধরনের মন্তব্যই আছে। তিনি চুল নিপাট আঁচড়ে উঁচু করে খোঁপা করে রেখেছিলেন।


সাবেক মিস ওয়ার্ল্ড এবং বলিউড অভিনেত্রী মানুষি ছিল্লার কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনের জন্য বেছে নিয়েছিলেন ফোভারির একটি সাদা গাউন। গলায় ছিল এমারেল্ডের মালা।


নিকোলাস জেব্রানের কট্যুর গাউনে সেজেছিলেন এশা গুপ্তা। ভারত সরকারের প্রতিনিধিদলের অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান এবং জনি ডেপের প্রত্যাবর্তন চলচ্চিত্র ‘জান দ্যু ব্যারি’র প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন তিনি। ঊরু পর্যন্ত কাটা সাদা গাউনটির কলার এবং গলায় ছিল সূক্ষ্ম লেইসের ফুল।


গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে এবারের আসরের পর্দা ওঠে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতা বিভাগে এবার জায়গা পেয়েছে ২১টি সিনেমা, এর মধ্যে রেকর্ড সাতটির পরিচালক নারী। প্রথম দিনে প্রদর্শিত হয় জনি ডেপের সিনেমা জঁ দ্যু বেরি। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আলোচিত মামলার পর এই ছবি দিয়েই ফিরছেন অভিনেতা। ১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিকশ্চা অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com