জাভেদ আখতারকে আদালতে ডেকে পাঠাল মুম্বাই হাইকোর্ট
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ১২:৫৭
জাভেদ আখতারকে আদালতে ডেকে পাঠাল মুম্বাই হাইকোর্ট
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) নিয়ে পুরনো মন্তব্যের জেরে ফের আদালতের ডাক এল বর্ষীয়ান গীতিকার তথা চিত্রনাট্যকার জাভেদ আখতারের কাছে। ২০২১ সালে এক সাক্ষাৎকারে আরএসএস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এরপরেই আদালতে মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। বম্বে হাইকোর্ট এই মামলায় ২০ এপ্রিল, বৃহস্পতিবার গীতিকারকে হাজিরার নির্দেশ দিয়েছিল। তবে আদালতে উপস্থিত হননি তিনি। এরপর ২০ জুন গীতিকারকে হাজিরার নির্দেশ দিল মুম্বইয়ের মুলুন্দ ম্যাজিস্ট্রেট কোর্ট।


“তালেবান বর্বর। তাদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ কিংবা বজরং দলকে সমর্থন করেন, তারাও একইরকম বর্বর”- ২০২১ সালে এমনই মন্তব্য করার অভিযোগ উঠেছিল জাভেদ আখতারের বিরুদ্ধে। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। 


শেষে এই বিতর্কের জল আদালত পর্যন্ত গড়ায়। আরএসএস নিয়ে এমন মন্তব্যের জন্য বর্ষীয়ান গীতিকারের বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন আইনজীবী সন্তোষ দুবে। এই মন্তব্যকে আরএসএসের জন্য আপত্তিজনক ও মানহানিকর বলে দাবি করেন তিনি। সেই মামলাতেই গত ১৩ ডিসেম্বর জাভেদ আখতারের বিরুদ্ধে সমন জারি করেছিল মুলুন্দ ম্যাজিস্ট্রেট কোর্ট। যদিও এবছর জানুয়ারিতে ওই সমন পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের যান গীতিকার। তবে এতে যে কিছুই লাভের লাভ হয়নি, তা বৃহস্পতিবার পরিষ্কার হয়ে গেল।


সূত্র: দ্যা ওয়াল


বিবার্তা/মোবারক/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com