
বিয়ের ১০ বছর পর মা হয়েছেন ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী নেহা মর্দা। ৭ এপ্রিল, শুক্রবার তার কোলজুড়ে এসেছে রাজকন্যা।
জানা গেছে, নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে এসেছে নেহার মেয়ে। এজন্য সন্তান জন্মদানের সময় কঠিন সমস্যার মুখোমুখি হন অভিনেত্রী। আপাতত এনআইসিইউ’র শিশুসুরক্ষা কক্ষে রাখা হয়েছে নবজাতককে।
নেহা বলেন, ‘সে (কন্যা) আমার কাছে খুব অল্প সময়ের জন্যই ছিল। প্রিম্যাচিওর হয়েছে, তাই এনআইসিইউতে আছে। ওর কিছুটা ওজন বাড়ুক, তারপর বাড়ি ফিরব।’
এর আগে, গত বছরের নভেম্বরে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান নেহা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘এটা দারুণ অনুভূতি, যা আমি ভাষায় বোঝাতে পারব না। আমরা কখনোই তোমার (সন্তান) জন্য ডেসপারেট ছিলাম না। কিন্তু এখন মনে হচ্ছে, তোমার প্রয়োজন ছিল। তুমি আমাদের প্রায়োরিটি। তুমিই আমাদের জীবন, ভালোবাসা, পৃথিবী। ধন্যবাদ আমাদের পূর্ণতা দেওয়ার জন্য।’
প্রসঙ্গত, কলকাতার জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র গহনা চরিত্রে অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা পান নেহা। তবে বিয়ের পর খুব বেছে বেছে কাজ করতে শুরু করেন তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]