
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী ও প্রযোজক বনি কাপুরের ৬৬ কেজি রূপা বাজেয়াপ্ত করেছে ভারতের নির্বাচন কমিশন। ৭ এপ্রিল, শুক্রবার ভোরে কর্নাটকের দাবাঙ্গেরের একটি চেক পোস্টে রূপার এসব সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক মূল্য ৩৯ লাখ রুপি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, একটি বিএমডব্লিউ গাড়িতে পাঁচটি বক্সে রাখা ছিল রূপার এসব জিনিসপত্র। চেন্নাই থেকে মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এসবের সঠিক কোনো কাগজপত্র ছিল না। নির্বাচন কমিশন রূপার বাটি, চামচ, মগ, প্লেট আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করেছে। এ ঘটনায় দাবাঙ্গেরে থানায় হরি সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গাড়ি চালক সুলতান খানের সঙ্গে ছিলেন হ্যারি।
প্রাথমিক তদন্তে জানা যায়, গাড়িটি বনি কাপুরের মালিকানাধীন বেভিউ প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের নামে নিবন্ধন করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হরি সিং জানিয়েছে, রূপার জিনিসপত্রগুলো বনি কাপুরের।
তবে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি পুলিশ। তাছাড়া বনি কাপুরও বিষয়টি নিয়ে মুখ খুলেননি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]