শিরোনাম
অভিনয়ে ফিরলেন পল্লব
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ১৩:৪১
অভিনয়ে ফিরলেন পল্লব
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

এক সময়ের আলোচিত মডেল ও অভিনেতা পল্লব। দীর্ঘ বিরতি কাটিয়ে ফের অভিনয়ে ফিরেছেন তিনি। ২০০৮ সালে ওয়াজেদ আলী সুমনের ‘বিয়ে বাড়ি’ সিনেমায় অভিনয়ের পর বিরতি নিয়েছিলেন পল্লব। কাকতালীয়ভাবে সেই একই পরিচালকের ‘ছায়া’ সিনেমার মধ্য দিয়েই অভিনয়ে ফিরলেন তিনি। গত ২ এপ্রিল থেকে পাবনায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে।


এ প্রসঙ্গে পল্লব গণমাধ্যমকে জানান, ‘১৯৯১ সাল থেকে শুরু করে টানা ১৭ বছর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এ জায়গায়টি আমার খুব চেনা। অনেক দিন পর কাজে ফিরে ভালো লাগছে।’


তিনি যোগ করেন, চাইলে আরও আগেই ফিরতে পারতাম। তবে ভেবে দেখলাম, নতুন করে ফেরার জন্য নিজেকে ফিট হতে হবে; তা না হলে দর্শকের সঙ্গে প্রতারণা করা হবে। তাই নিজেকে সময় দিয়েছি। সব গুছিয়ে, মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়ে নামলাম। এখন থেকে নিয়মিত কাজ করব। চরিত্র পছন্দ হলে সব মাধ্যমে (নাটক, সিনেমা, বিজ্ঞাপন, ওটিটি) কাজ করব। যতদিন বাঁচব, মিডিয়ার কাজ নিয়ে থাকতে চাই।’


এদিকে চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসবেন পল্লব। তার ভাষ্যমতে, ‘আমি একজনকে পছন্দ করি। বিষয়টি এখনও পরিবারকে জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে জানিয়ে এ বছরই বিয়ে করতে চাই।’


প্রসঙ্গত, ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ছায়া’-তে পল্লব ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, লুবাবা, অর্নিল প্রমুখ।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com