শিরোনাম
‘পুষ্পা টু’ সিনেমার পোস্টার প্রকাশ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ১৫:৪৪
‘পুষ্পা টু’ সিনেমার পোস্টার প্রকাশ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুস্পা’। ২০২১ সালে মুক্তির পর ব্যাপক সাড়া পেয়েছিল সিনেমাটি। রীতিমতো ঝড় তুলেছিল বক্স-অফিসে। আবারও ধামাকা নিয়ে আসছেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতা।


সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘পুষ্পা টু : দ্য রুল’ সিনেমার প্রথম পোস্টার। মূলত অভিনেতার জন্মদিন উপলক্ষেই এই পোস্টারটি প্রকাশ করা হয়েছে।


আর সেই পোস্টারে আল্লু অর্জুনের লুক দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। আসলে কী হতে চলেছে এর দ্বিতীয় কিস্তিতে!


ওই পোস্টারে দেখা যায়, অভিনেতার শরীরে লেবুর মালা, ফুলের মালা, চন্দন এবং গলায় ভারী গয়না। হাতে চুড়ি, নীল শাড়ি এবং সারা শরীর ও মুখে নীল রঙ।


আর তার ডান হাতে রয়েছে বন্দুক। তার এমন লুক দেখে নেটিজেনরা আন্দাজ করেই নিয়েছেন এবার আরও বড় কিছু হতে চলেছে পুস্পা টুতে।


হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’। সিনেমায় আল্লু অর্জুন ছাড়া আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। চলতি বছরের শেষে অথবা আগামী বছরে মুক্তি পাবে সিনেমাটি। সূত্র: হিন্দুস্তান টাইমস


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com