
এই তো কিছু দিন আগে ফুটবল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতে মেসি এবং তার দল। এবার সেই বিশ্বসেরা মেসিকেই হারিয়ে দিলো বলিউড বাদশা শাহরুখ খান! হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে ব্যাপারটা ফুটবলীয় কোনো বিষয়ে নয়, বরং প্রভাবশালীদের তালিকায়।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে টাইমস ম্যাগাজিনের একটি রিডার পোল। যেখানে পাঠককে ভোট দিতে বলা হয়েছিল, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে। সেখানেই মেসিকে হারিয়ে শীর্ষস্থান দখল করলেন শাহরুখ খান। সমীক্ষা বলছে, মেসির থেকে অনেক ভোটেই এগিয়ে রয়েছেন শাহরুখ।
জানা যায়, জরিপে ১ দশমিক ২ মিলিয়ন ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে ৪ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান। অপর দিকে ১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি।
তবে শুধুই মেসি নয়, এই তালিকায় ছিলেন সেরেনা উইলিয়ামস, অভিনেতা মিখেল, প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলেও। সবাইকে হারিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছলেন শাহরুখ।
বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বলিউড কিং খান। দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় ফিরেই বক্স অফিসে বাজিমাত করেছেন ‘পাঠান’ দিয়ে। ছবিটি বিশ্বজুড়ে এক হাজার কোটির বেশি ব্যবসা করেছে। ছবির এই বিশাল সফলতার ছাপ পড়ল টাইম ম্যাগাজিনের দর্শক জরিপেও।
বিবার্তা/মোবারক/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]