
ঢালিউডের এ প্রজন্মের নায়িকা ইয়ামিন হক ববি। বরাবর নায়িকা হিসেবেই সিনেমায় কাজ করেন তিনি। তবে এবার সিনেমার গল্প সাজিয়েছেন ববি। আর অভিনেত্রীর গল্পেই নির্মিত হচ্ছে সিনেমা ‘মাস্টারমাইন্ড’। এটি পরিচালনা করছেন সৈকত নাসির।
ববি বলেন, এই সিনেমার গল্প ও কনসেপ্ট সম্পূর্ণই আমার। করোনা মহামারির সময় যখন ঘরবন্দি ছিলাম, তখন কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলাম আমি। ইতোমধ্যে বাবা-মেয়ে, স্বামী-স্ত্রীর থ্রিলিং কিছু ঘটনা নিয়ে গল্পটি সাজিয়েছি।
গল্পটি ইমাজিনেশন থেকেই সাজিয়েছেন এই নায়িকা। সেই গল্পের সূত্র ধরে চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। করপোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়েই মূলত সিনেমার গল্প।
তবে গল্প অভিনেত্রীর হলেও, সিনেমায় তাকে দেখা যাবে না বলে জানিয়েছেন ববি।
নির্মাতা নাসির বলেন, ‘মাস্টারমাইন্ড’ পুরোপুরি অ্যাকশন থ্রিলার একটি গল্প। প্ল্যান দুবাই, রামুজি ফিল্ম সিটি এবং বাংলাদেশে শুটিং হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]