
বাংলা চলচ্চিত্রের পর্দা কাঁপানো নায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস কাজল) নামের এক পরিচালক।
শনিবার (১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতির কাছে অভিনেতার নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে ঢালিউডে।
এবার নিজের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে মুখ খুলেছেন রিয়াজ। তিনি বলেন, আমার কাছে অভিযোগের বিষয়ে একটি তথ্য এসেছে। আমি অভিযোগের কথা শুনেছি। কিন্তু নির্মাতা হারুনুর রশীদ কাজল আমার নাম কেন জড়ালেন সেটা আমি বুঝতে পারছি না। এখানে কম্পানির সাথে কম্পানির চুক্তি হয়েছে। আমার সঙ্গে আর্টিস্ট হিসেবে কম্পানির চুক্তি হয়েছে। এখানে আমি তো কোনো ভুল করিনি। কম্পানি যদি তার সঙ্গে কোনো চুক্তি বাতিল করেন সেটা তো আমার বিষয় নয়।
রিয়াজ বলেন, আমি এখানে কিভাবে এলাম এটা বুঝতে পারছি না। আমি শিল্পী। তিনি যদি আমাকে কাজের প্রস্তাব দেন সেটি আমার পছন্দ হলে আমি কাজ করব। আমার কোনো সমস্যা নেই। আমার বিরুদ্ধে যেহেতু এ ধরনের অভিযোগ এসেছে, তাই আমার আইনজীবী এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবেন।
এর আগে দুই পৃষ্ঠার লিখিত পত্রে হারুনুর রশীদ কাজল নায়ক রিয়াজের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]