
দীর্ঘদিন ধরেই নওয়াজউদ্দিন ও তার স্ত্রী আলিয়ার মধ্যে দাম্পত্যকলহ চলছে। একে অপরের প্রতি অভিযোগের যেন শেষ নেই। ফের স্ত্রীর বিরুদ্ধে সন্তান নিখোঁজের অভিযোগ তুলেছেন নওয়াজ।
তিনি দাবি করেন, দুবাইয়ের স্কুল থেকে নিখোঁজ হয়েছে অভিনেতার দুই সন্তান। এমন অভিযোগের পর হঠাৎ করেই দাম্পত্য টানাপোড়েনের অবসানের ইচ্ছা প্রকাশ করেছেন নওয়াজ। স্ত্রী আলিয়ার সঙ্গে সব ঝামেলা মিটিয়ে ফেলতে চাচ্ছেন তিনি।
ঘনিষ্ঠ সূত্রে থেকে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছন নওয়াজ।
অভিনেতার আইনজীবী প্রদীপ থোরাট বলেন, নওয়াজের দুশ্চিন্তার কারণ তার দুই সন্তান। বেশ কয়েকদিন ধরে সন্তানদের কোনো খোঁজ না পেয়ে আইনের শরণাপন্ন হন তিনি। সেই সঙ্গে সন্তানদের খোঁজ পেলে স্ত্রীর বিরুদ্ধে আনিত সব অভিযোগই তিনি ফিরিয়ে নেবেন বলে জানিয়েছেন নওয়াজের এই আইনজীবী।
অপরদিকে আলিয়ার আইনজীবী বলেন, বর্তমানে দুই সন্তানকে নিয়ে মুম্বাইতে নওয়াজের অন্ধেরির বাংলোতে রয়েছেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া। তার আইনজীবী দাবি করেন, আলিয়া কখনই তাকে সন্তাদের থেকে আলদা করেননি। এমনকি দেখা করতেও বাধা দেননি।
সম্প্রতি আলিয়া এফআইআর দায়ের করেন অভিনেতার পরিবারের বিরুদ্ধে। আগামী ২৭ মার্চ এই মামলার শুনানি।সূত্র : আনন্দবাজার
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]