শিরোনাম
ঈদুল ফিতরের নাটক ‘গার্লফ্রেন্ড আবশ্যক’
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ১৫:০১
ঈদুল ফিতরের নাটক ‘গার্লফ্রেন্ড আবশ্যক’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘গার্লফ্রেন্ড আবশ্যক’। মো. খাদেমুল ইসলাম ক্যাপ্টেনের রচনা ও পরিচালনায় সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে।


এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান খান হানিফ, রেজমিন সেতু, শিখা মৌ, ফারগানা মিল্টন, টুম্পা, মেধা, জেমস, রাসেদুল, উসমান অভি সহ আরও অনেকে।


মা-বাবার একমাত্র সন্তান আরিয়ান খান, তার জীবনের সমসাময়িক গল্প নিয়ে নির্মিত হয় নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে, শিখা মৌ তার একমাত্র সন্তান আরিয়ান খান হানিফকে চঞ্চল ও চটপটে বানানোর জন্য তার ছোট ভাই ফারগানা মিল্টনকে দায়িত্ব দেন।


ফারগানা মিল্টন (রকি মামা) তার বোকা ভাগিনা আরিয়ানকে চালাক ও চটপটে বানাতে শিক্ষকের ভূমিকা পালন করেন। বোকা ছেলের বোকা বোকা কাণ্ডে হাসি ও মজায় রূপান্তরিত হয় পুরো নাটকটি।


নির্মাতা ক্যাপ্টেন বলেন, ‘পেশায় আমি একজন সংগীতশিল্পী হয়ে থাকলেও গানের পাশাপাশি গল্প লিখতে পছন্দ করি। সে উৎসাহ থেকেই প্রথমবারের মতো নির্দেশনায় আসা। ইউনিটের সবার নিখুঁত পরিশ্রমে সফলভাবেই শুটিং সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, সকলের কাছেই ভীষণ ভালো লাগবে নাটকটি। জানা গেছে, এবারের রোজার ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।


বিবার্তা/এমএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com