
পবিত্র রমজান মাসে রোজা পালন করছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। প্রথম রোজার তারাবি শেষে করেছেন বাংলাদেশের মুসলমানরা। করেছেন সেহরিও। সেই ধারাবাহিকতায় রোজা রেখেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। রমজানের প্রথম সেহরি খাওয়ার বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
একই সঙ্গে জানালেন তাদের সেহরি খাওয়ার সময় সাত মাস বয়সি খুদে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য খেতে খেতে ঘুমিয়ে পড়েছেন।
২৪ মার্চ (শুক্রবার) ভোর সোয়া ৪টার দিকে নিজ ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলের ঘুমিয়ে পড়ার একটি ছবি দিয়ে অভিনেত্রী নিজেই এ কথা জানিয়েছেন।
ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের একটি পাত্রে খাবার। আর পেছনে ঘুমিয়ে পড়া ছেলে রাজ্য। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন— আমাদের সেহরি শেষ, আলহামদুলিল্লাহ। আমার বাজান খেতে খেতে ঘুমমম।
চিত্রনায়িকার এ ছবিটি পোস্ট করার পর নজর পড়েছে অনুরাগীদের মধ্যে। মাত্র দু-ঘণ্টায় প্রায় ৩০ হাজার রিঅ্যাকশন পড়েছে ছবিটিতে। তবে মন্তব্যের সুযোগ না থাকায় কেউ কিছু লিখতে পারেননি সেখানে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]