শিরোনাম
মা হচ্ছেন স্পর্শিয়া!
প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ১০:১৮
মা হচ্ছেন স্পর্শিয়া!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিনেমা কিংবা টিভি নাটকেও তাকে খুব যত্ন করে কাজ করতে দেখা যায়।


তারই ধারাবাহিকতায় নতুন একটি নাটকয়ে অভিনয় করেছেন। যে নাটকে তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ নাটকের নাম ‘মায়ের বিয়ে’। এটি রচনা করেছেন আল আমিন স্বপন ও পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ।


এ নাটকে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘নাটকের গল্প ও আমার চরিত্রটি একেবারই ভিন্ন। এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। এ নাটকে আমাকে মায়ের চরিত্রে দেখা যাবে। খুব যত্ন নিয়ে অভিনয় করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’


নাটকটি আসছে ঈদুল ফিতরের ঈদের আয়োজনে প্রচার করা হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে স্পর্শিয়া ঈদের জন্য নির্মিতব্য কয়েকটি নাটকের শুটিং শুরু করেছেন।


তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। শিগ্গির নতুন সিনেমার কাজের খবর দেবেন বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com