শিরোনাম
সতীশের মৃত্যু রহস্য, খামারবাড়িতে তল্লাশি
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৫:৩৬
সতীশের মৃত্যু রহস্য, খামারবাড়িতে তল্লাশি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

৯ মার্চ বৃহস্পতিবার বলিউড অভিনেতা অনুপম খের টুইট করে জানান, বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার তিন দশকের প্রিয় বন্ধুর।


কিন্তু সতীশের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। সতীশ যে খামারবাড়িতে উৎসবে যোগ দিয়েছিলেন সেখানে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ। খামারবাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ওষুধ।


জানা যায়, দিল্লিতে এক বন্ধুর খামারবাড়িতে হোলির পার্টিতে উপস্থিত ছিলেন সতীশ। সেখানেই থাকাকালীনই অস্বস্তি বোধ করেন তিনি। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতা-পরিচালকের।


সতীশ কৌশিকের মৃত্যুর সঙ্গে ওই ওষুধের কোন যোগ রয়েছে কিনা তার উত্তর পেতে অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে দিল্লি পুলিশ। প্রয়াত অভিনেতার হার্ট ও রক্তের নমুনা রাখা হয়েছে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য। তবে এখনও মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক কোনও তথ্য দেননি চিকিৎসকরা।


ময়নাতদন্তের রিপোর্ট পেলে অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।


দিল্লির খামারবাড়ির ওই পার্টিতে কারা কারা উপস্থিত ছিলেন, তাদের সম্পূর্ণ তালিকা চেয়েছেন তদন্তকারীরা।


সতীশ কৌশিক ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির ক্যালেন্ডার চরিত্রের জন্য জনপ্রিয়তা পান। ‘তেরে নাম’-এর মতো ছবি পরিচালনাও করেছেন।


গত ৭ মার্চ, গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবেও দেখা গিয়েছিল তাকে। তার পরে দিল্লিতে এক হোলি পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় পরিচালক-অভিনেতার।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com