শিরোনাম
নিঃসন্তান থাকার কারণ জানালেন অভিনেত্রী
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৩:২৩
নিঃসন্তান থাকার কারণ জানালেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আয়েশা ঝুলকা নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী। কাজ করেছেন সালমান খান, অক্ষয় কুমার, আমির খানের মত অভিনেতাদের সঙ্গে। ২০০৩ সালে সমীর ভাশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দীর্ঘ ২০ বছর ধরে সংসার করছেন তিনি।


তবে দাম্পত্য জীবনের ২০ বছর কেটে গেলেও এখনও নিঃসন্তান রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিঃসন্তান থাকার কারণ আয়েশা নিজেই নিজেই ।


অভিনেত্রী বলেন, বিয়েই করতে চাইনি আমি। অতীতের সম্পর্কগুলোগুলোর অভিজ্ঞতা ভাল না থাকায় সম্পর্কের ওপরে আস্থা হারিয়ে ফেলি। আমার এ সিদ্ধান্তে বাড়িতে কেউ আপত্তি জানায়নি।


আয়েশা আরও বলেন, আমার মা না হওয়ার সিদ্ধান্ত দু’জনে মিলেই নিয়েছি। আর এই নিয়ে কোনো মতবিরোধ নেই আমাদের মধ্যে। তবে বিয়ের পরেই নিজ ইচ্ছায় অভিনয় জগত থেকে সরে আসেন বলে জানান এই অভিনেত্রী।


মাতৃত্বের স্বাদ না পেলেও গুজরাটের এক গ্রামের ১৬০টি বাচ্চা দত্তক নিয়েছেন আয়েশা। সেই বাচ্চাদের সব দায়িত্ব পালন করেন অভিনেত্রী ও তার স্বামী। মাঝেমধ্যেই সেখানে গিয়ে বাচ্চাদের দেখাশোনা করেন আয়েশা।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com