
আগামী সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৫তম আসর। অস্কারের মঞ্চে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগার। কিন্তু এবারের আসরে তিনি পারফর্ম করছেন না।
অস্কারের প্রযোজক গ্লেন ওয়েইস বলেন, ‘৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের জন্য মনোনীত পাঁচটি গানের শিল্পীদের পারফর্ম করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তিনি এখন একটি সিনেমার শুটিংয়ে আছেন। প্রস্তুতি নিতে না পারার কারণে তিনি এই শোতে পারফর্ম করছেন না।’
চলতি বছর অস্কারে সেরা মৌলিক গান বিভাগে মনোনীত হয়েছে ‘টপ গান: মাভেরিক’ সিনেমার লেডি গাগার গাওয়া গান ‘হোল্ড মাই হ্যান্ড’। অস্কারের আসরে এ গানটিই পারফর্ম করার কথা ছিল গায়িকা-অভিনেত্রীর।
হোয়াকিন ফিনিক্সের সঙ্গে ‘জোকার’ সিনেমার সিকুয়েলে এ অভিনয় করছেন লেডি গাগা। এখন এই সিনেমা শুটিংয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী। সিনেমাটি ২০২৪ সালের ৯ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।
অস্কারের মঞ্চে প্রতিবারই পারফর্ম করা হয় মনোনীত গানগুলো। লেডি গাগা ছাড়াও সেরা মৌলিক গানের জন্য মনোনীত অন্য সবাই অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করবেন।
লেডি গাগা সর্বশেষ ২০১৯ সালের অস্কারে পারফর্ম করেছিলেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]