
পাঠান সিনেমার সাফল্যে ভক্তদের ধন্যবাদ জানিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান বলেছেন, মানুষকে বিনোদন দেয়া ও তাদের হাসানো আমাদের কাজ। আর যদি আমরা এটা ব্যাক্তিগত দায়িত্ব মনে না করি তাহলে আমাদের সফলতা কোথায়?
বলিউডের এই বাদশাহ বুধবার (৮ মার্চ) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমনটি লিখেন।
পাঠানের সফলতার পিছনের কারিগর এবং ভক্তদের ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শাহরুখ খান আরো লিখেন, কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং বিশ্বাস এখনও বেঁচে আছে, জয় হিন্দ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কিং খান অভিনীত 'পাঠান' ছবিটি পৃথিবীব্যাপী আলোচনার ঝড় তুলেছে। এরই মধ্যে ছবিটি বলিউডের সকল মুক্তিপ্রাপ্ত ছবির ব্যবসায়িক রেকর্ড ভেঙ্গে ফেলেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী, পাঠান এ পর্যন্ত আয় করেছে এক হাজার ৩৭ কোটি রুপিরও বেশি।
বিবর্তা/মাসুদ/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]