একটা সিন্ডিকেট চায় না বগুড়ায় স্টেডিয়াম থাকুক : হিরো আলম
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ১৭:২০
একটা সিন্ডিকেট চায় না বগুড়ায় স্টেডিয়াম থাকুক : হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, একটা সিন্ডিকেট চায় না বগুড়ায় স্টেডিয়াম থাকুক এবং সেখানে খেলা হোক। খেলা না হলে স্টেডিয়াম ডাস্টবিনে পরিণত হবে, আর তখনি তারা মেলা, জুয়া, হাউজি, লটারি এবং গরু-ছাগলের হাট বসাতে পারবে। এসব চক্রান্তের কারণেই আজ শহীদ চান্দু স্টেডিয়ামের এই অবস্থা।


৭ মার্চ, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের খান্দার এলাকায় শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির লোকবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিল করার প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন হিরো আলম। এ সময় তার মানববন্ধনে স্থানীয়রা অংশগ্রহণ নেয়।


হিরো আলম বলেন, ‘শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়ার গর্ব করার মতো একটা জিনিস ছিল। সেটিও বিসিবি কেড়ে নিলো। বিসিবির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। বিসিবির কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে আবারও শহীদ চান্দু স্টেডিয়ামে লোকবলসহ ভেন্যু ফিরিয়ে দেয়া হোক।’


তিনি বলেন, ‘বগুড়ার লোকজন ভালোবেসে আওয়ামী লীগের প্রার্থীকে এমপি বানালো, যাতে এলাকার উন্নয়ন হয়। কিন্তু আজ তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। উন্নয়নের পরিবর্তে স্টেডিয়ামের মালপত্র ও লোকজন সরিয়ে নেয়া হলো। রিপু ভাইকে (নব-নির্বাচিত এমপি রাগেবুল হাসান রিপু) বলতে চাই, আপনি দায়িত্বে থাকা অবস্থায় কীভাবে স্টেডিয়াম থেকে সব কিছু বিসিবি প্রত্যাহার করল?’


গত ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিলের সিদ্ধান্ত জানায় বিসিবি। এতে অভিযোগ করা হয়, গত কয়েক বছর ধরেই বোর্ডের ম্যাচ আয়োজনে অসহযোগিতা করছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।


চিঠি দেয়ার পাশাপাশি বগুড়ায় নিয়োগপ্রাপ্ত বিসিবির ১৭ কর্মকর্তা ও কর্মচারীকে ক্লোজড করে মিরপুরে রিপোর্ট করতে বলা হয়। একইসঙ্গে কার্গোতে করে ঢাকায় নেয়া হয়েছে গ্রাউন্ড রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি থেকে শুরু করে ইনডোরের নেট, ম্যাট সবকিছু।


বিসিবির ভেন্যুর তালিকা থেকে শহীদ চান্দু স্টেডিয়াম বাদ পড়ায় ক্ষুব্ধ বগুড়ার ক্রিকেটপ্রেমীরা। প্রতিবাদে স্টেডিয়াম প্রাঙ্গণ ও সাতমাথায় মানববন্ধন করেন স্থানীয়রা এবং রুমেল নামে এক যুবক ৩য় দিনের মতো তার আমরণ অনশন অব্যাহত রেখেছেন।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com