বিনোদিনী রূপে আসছেন রুক্মিণী ও প্রিয়াঙ্কা
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ১৬:২৩
বিনোদিনী রূপে আসছেন রুক্মিণী ও প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘নটী বিনোদিনী’ সিনেমায় অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বিনোদিনী চরিত্রে অভিনয় করবেন। সিনেমা ভিন্ন হলেও চরিত্র এক। প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে কি প্রতিযোগিতা শুরু হলো?


এ প্রসঙ্গে প্রযোজক রানার বলেন, ‘কোনও প্রতিযোগিতা নেই। এখানে তুলনার কিছু নেই। দুটো ছবিই মানুষ দেখুক এটা চাইব। দুটো আলাদা সিনেমা। একটা চৈতন্যের গল্প বলবে। আর একটা বলবে বিনোদিনী দাসীর গল্প।’


৩ মার্চ, শুক্রবার মাথা ন্যাড়া, হাতে রুদ্রাক্ষের মালা, গলায় তুলসীর মালা, কপালে চন্দন আঁকা, পরনে গেরুয়া বস্ত্রে বিনোদিনী রূপে প্রকাশ্যে এলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ছবি। রানা সরকার প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিতে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে দেখা যাবে গিরিশ ঘোষ এবং বিনোদিনী দাসীর গল্প। বিনোদিনীকে প্রকাশ্যে এনে সবাই চমকে দিলেন প্রযোজক রানা।


কিছু দিন আগে বিনোদিনী রূপে দর্শক দেখেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘নটী বিনোদিনী’-তে মুখ্য চরিত্রে নায়িকা তিনি। রানা প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি প্রথম পরিচালনার কথা ছিল সৃজিত মুখোপাধ্যায়ের। কিন্তু সেই ছবি থেকে তিনি সরে এসেছেন।


প্রযোজক বলেন, ‘সৃজিতের সময় নেই। কিন্তু এই ছবিটা আর কত দিন দেরি করব তৈরি করতে? তাই এই রথে চাই যেন ছবির কাজ শুরু হয়ে যায়। সৃজিত এনওসি দিয়ে দিয়েছেন। আমরা পরিচালক খুঁজছি। দেখা যাক। তবে বিনোদিনীর চরিত্রে প্রিয়াঙ্কাকে বাছাই করেছিলেন কিন্তু সৃজিতই।’


প্রসঙ্গত, ছবি ঘোষণার সময় রানা জানিয়েছিলেন, বাংলা বিনোদন দুনিয়ার এক ঝাঁক তারকা অভিনয় করবেন। শ্রীচৈতন্যের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয় করার কথা পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, ব্রাত্য বসু, তৃণা সাহা প্রমুখর। ছবিতে অভিনয়ের কথা ছিল যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের। হাতে একাধিক ছবি থাকার কারণে পরে সরে দাঁড়ান উভয়েই।


বিবার্তা/জবা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com