
আজ ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতাসহ সারা দেশের ২৬ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ওরা ৭ জন’। একাত্তরে সাত তরুণ মুক্তিযোদ্ধার এক উদ্ধার অভিযানের ঘটনাকে বড় পর্দায় তুলে এনেছেন খিজির হায়াত খান। স্বাধীন বাংলাদেশে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম সিনেমা ওরা ১১ জন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার নাম করেছেন ওরা ৭ জন।
সিনেমায় সাত মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস, সাইফ খান, খালিদ মাহবুব, নাফিজ আহমেদ ও খিজির হায়াত খান। তাঁদের বাইরে গুরুত্বপূর্ণ চরিত্রে চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী জাকিয়া বারী মমকে।
ওরা ১১ জন সিনেমার অভিনেতা, মুক্তিযোদ্ধা খসরুর সঙ্গে রণাঙ্গনে ছিলেন খিজিরের ছোট মামা সাইফুল ইসলাম। একসঙ্গে এক অভিযানে অংশ নিয়েছেন তাঁরা, সেই অভিযানেই শহীদ হন তিনি। আরেক মুক্তিযোদ্ধা মামা রফিকুল ইসলামের মুখে বাংলাদেশের জন্মযুদ্ধের গল্প শুনে বেড়ে উঠেছেন। খিজির হায়াত খানের নির্মাণে তাই ঘুরেফিরে আসে মুক্তিযুদ্ধ।
২০০৭ সালে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা অস্তিত্বে আমার দেশ দিয়ে নির্মাণে খিজিরের অভিষেক। মাঝে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে কানাডায় গিয়েছিলেন খিজির, তখন আরেক মামা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বাসায় ছিলেন তিনি। ইউনেসকো থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে নেতৃত্বে থাকা দুজনের একজন রফিকুল ইসলাম।
মামার কাছে শোনা মুক্তিযুদ্ধের গল্প ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার আলোকে সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি। খিজিরের জানান, পুরো টিম নিয়ে মেঘালয়ের পাশে ৪৫ দিন দৃশ্যধারণ করেছি। চিত্রনাট্য লেখার সময়ই আমরা ভেবেছি, আমরা এমন জায়গায় দৃশ্যধারণ করব, যেখানে এখনো আধুনিকায়ন হয়নি। ওই লোকেশনগুলো এখনো আগের মতোই রয়ে গেছে।’
বিবার্তা/জবা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]