শিরোনাম
কোক স্টুডিও বাংলায় গাইবেন ‘সাদা সাদা কালা কালা’ গানের গায়ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:২০
কোক স্টুডিও বাংলায় গাইবেন ‘সাদা সাদা কালা কালা’ গানের গায়ক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়েছিল। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী এরফান মৃধা শিবলু। এবার কোক স্টুডিও বাংলার নতুন সিজনের জন্য গান গেয়েছেন শিবলু।


একটি সূত্রে জানা গেছে, ‘সাদা সাদা কালা কালা’ গানের মূল শিল্পী হাশিম মাহমুদের লেখা ও সুর করা আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন এরফান মৃধা শিবলু। গানটি কোক স্টুডিও বাংলার নতুন সিজনে মুক্তি দেওয়া হবে বল জানা গেছে।


এ প্রসঙ্গে জানতে এরফান মৃধা শিবলু গণমাধ্যমকে বলেন, আমি বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে পারছি না। তবে সামনে আমার কিছু গান আসছে এই সময়ের জনপ্রিয় কিছু প্ল্যাটফর্মে।


এরফান মৃধা শিবলু আরও জানান, আমার খুব ইচ্ছে আছে যতটা সম্ভব শিল্পী হাশিম মাহমুদ ভাইয়ের লেখা ও সুর গান সংগ্রহ করে সেগুলো আবার দর্শকের সামনে গাইতে।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিত দেশে ও দেশের বাইরে গান গাইছেন এরফান মৃধা শিবলু।


বিবার্তা/বর্ষা/কেআর


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com