
ব্যাচেলর পয়েন্ট খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ প্রকাশ কাবিলার "ডাকবাক্স ফাউন্ডেশন" এর উদ্যোগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিম খানায় শিক্ষার্থী, অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল ও জামা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বগাদিয়া, শিমুলিয়া, জয়াগ,পাচবাড়িয়া সহ বিভিন্ন স্থানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জনপ্রিয় অভিনেতা ফজিয়াউল হক পলাশ, সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক, স্থানীয় জনপ্রতিনিধিসহ ডাক বাক্স ফাউন্ডেশনের সদস্যরা।
শীতবস্ত্র বিতরণ শেষে অভিনেতা জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ জানান, করোনাকালীন সময়ে ডাক বাক্স ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। সংগঠনের উদ্যেগে এই প্রথম নোয়াখালীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে মানবিক কাজ সহ খেলাধুলার বিকাশে সংগঠন কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিবার্তা/সবুজ/বর্ষা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]