ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: আজ যেসব সিনেমা দেখানো হবে
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০৮:৩৪
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: আজ যেসব সিনেমা দেখানো হবে
দেশান্তর সিনেমার দুই শিল্পী টাপুর ও মৌসুমী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অষ্টম দিন আজ। ছয়টি ভেন্যুতে প্রদর্শিত হবে ৩২টি স্বল্পদৈর্ঘ্য ও ২১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা।


প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর
সকাল ১০টা ৩০ মিনিটে প্রাপ্যেদা, ভারত। বেলা ১টায় ‘দ্য নিউজপেপার’, শ্রীলঙ্কা। বেলা ৩টায় ‘পোদেলনিকি’, রাশিয়া। বিকেল ৫টায় ‘দেশান্তর’, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় ‘মৃত্যুঞ্জয়ী’, বাংলাদেশ।


সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর
সকাল ১০টা ৩০ মিনিটে ‘বেদুনে ঘরারে ঘাবলি’, ইরান। বেলা ১টায় ‘এবং ছাদ’ ও ‘ব্লোটিং পেপার’, ভারত। বেলা ৩টায় কন্টিনিউস কভারেজ, ফিলিস্তিন। বিকেল ৫টায় ‘আওয়ার মাদার গ্র্যান্ড মাদার’, ‘প্রাইম মিনিস্টার: শ্রীমাভো’, শ্রীলঙ্কা। সন্ধ্যা ৭টায় ‘উড়াল’, ‘মারমুক্ষো’, ‘পুরস্কার’, ‘মুখোশের নিচের কথাগুলো’, ‘শুড আই কিল মাইসেলফ অর হ্যাভ এ কাপ অব কফি’, সহচর, কৃষ্ণপক্ষ ও ক্যারেক্টার আর্টিস্ট’, বাংলাদেশ।


জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি
সকাল ১০টা ৩০ মিনিটে ‘মহানন্দা’, ভারত। বেলা ১টায় ‘আভাজ ই বাদ’, ইরান। বেলা ৩টায় ‘তাক তিরন্দাজ’, ইরান। বিকেল ৫টায় ‘পোশাক’, ‘পালাবার রাস্তা নেই’, ‘মধুমতীর তীরে, ‘যাত্রা বিরতি ও ‘সারভাইভ উইথ দ্য ট্রাফিক জ্যাম’, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় এবং ছাদ’, ভারত।


শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্য অডিটরিয়াম
সকাল ১০টা ৩০ মিনিটে ‘মিয়াঁ-ই সাখরেহ-হা’, ইরান। ‘লা স্যুপ ডি ফ্রাঞ্জি’; ফ্রান্স, জর্জিয়া। বেলা ১টায় ‘গ্রেথ মেয়ার ড্যানমার্কস পোর্সেল্যান্সড্রোনিং’, ‘ডেনমার্ক, ওয়াকস উইথ মি’, ফিনল্যান্ড। বেলা ৩টায় ‘মারিয়া, শ্রীলঙ্কা। বিকেল ৫টায় ‘একটি খুনের বিবরণ’, ‘নেমপ্লেট’ ও ‘জয়েনিং লেটার’, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় ‘রিদমস অব লস্ট টাইম’, ‘তাজিকিস্তান’, ‘হাইবারনেট’, সিরিয়া, ‘লা লিনিয়া’, স্পেন, ‘ডোকি ডোকি’, তাইওয়ান।


আলিয়ঁস ফ্রসেজ
সকাল ৯টা ৩০ মিনিটে ‘দ্য ফোর হানড্রেড ব্লো’, ফ্রান্স। বেলা ১১টায় ‘কনফিডেনশিয়ালি ইয়োর’, ফ্রান্স। বেলা ২টায় ‘জুলস অ্যাট জি, ফ্রান্স। বিকেল ৪টায় দ্য লাস্ট মেট্রো, ফ্রান্স।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com