শিরোনাম
জাবিতে দিনব্যাপী প্রজাপতি মেলা
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৮, ১৫:৪০
জাবিতে দিনব্যাপী প্রজাপতি মেলা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী প্রজাপতি মেলা। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্ত্বরে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।


এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভৌত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে অঙ্গীকারবদ্ধ। এক্ষেত্রে অভিজ্ঞদের সহযোগিতা কামনা করি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, চ্যানেল আইয়ের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।


অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মোস্তফা, বনবিভাগের কর্মকর্তা, বিশ্বব্যাংকের কর্মকর্তাগণও বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও মেলার উদ্যোক্তা অধ্যাপক ড. মনোয়ার হোসেন।


উদ্বোধনী অনুষ্ঠানে ‘বাটারফ্লাই এ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করা হয়। উপাচার্য প্রজাপতি অবমুক্ত করে এবং বেলুন উড়িয়ে প্রজাপতি মেলা উদ্বোধন করেন। পরে তাঁর নেতৃত্বে র‌্যালি বের হয়।



দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বির্তক প্রতিযোগিতা, প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনী হয়।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল


আরও পড়ুন-জাবিতে প্রজাপতি মেলার উদ্বোধন


-জাবিতে প্রজাপতি মেলা ২ নভেম্বর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com