শিরোনাম
পাবলিক বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের নৌকায় ভোটপ্রার্থনা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:১৫
পাবলিক বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের নৌকায় ভোটপ্রার্থনা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে নৌকায় ভোট চেয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে শুক্রবার ১৪০ শিক্ষক বিবৃতি দিয়েছেন।


এই শিক্ষকবৃন্দের সমন্বয়ক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুস সামাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিগত ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাসহ দেশের সকল ক্ষেত্রে অভাবনীয় যে উন্নয়ন হয়েছে তা দেশ এবং দেশের বাইরে সর্বমহলে বিপুলভাবে প্রশংসিত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১'র মহান মুক্তিযুদ্ধে ক্ষুধা-দারিদ্র-অশিক্ষামুক্ত যে উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাঙালি জাতি দেখেছিল, তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সে লক্ষ্য পূরণে ক্রমান্বয়ে দৃঢ়পদে এগিয়ে চলেছে।


তরুণ শিক্ষকরা বলেন, শান্তি, সম্পৃতি, উন্নয়ন আর সমৃদ্ধির ধারা বিনষ্ট হোক তা আমরা কেউ চাই না। অতএব উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থীদের পক্ষে গণরায় প্রদান করে তার নেতৃত্বে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে ম্যানডেট প্রদানের জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকেরা জনগণের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।


তারা বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার মাধ্যমে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ সহযোগিতা ও সহনশীলতার সঙ্গে দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।


বিবৃতিদানকারী ১৪০ শিক্ষক:​


ঢাকা বিশ্ববিদ্যালয়: ড. মো. সালাউদ্দিন, রাকিব হাসান- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সামসাদ নওরীন- ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইব্রাহিম মিয়া – মাইক্রোবায়োলোজি, সালাউদ্দিন- লেদার টেকনোলজি, আতাউর রহমান- রসায়ন, বেলাল হোসেন অনিক- দর্শন, জাহিদুল ইসলাম সানা- ইসলামিক স্টাডিজ, এ বি এম আশরাফুর জামান- আইন, নোমান মাহফুজ- জাপান স্টাডিস, আমিনুল ইসলাম- প্রাণী বিজ্ঞান।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আদনান ফাহাদ– সাংবাদিকতা, সাজু সাহা– মার্কেটিং, জগন্নাথ বিশ্ববিদ্যালয়: আইরিন সুলতানা, ফেরদৌস হোসেন, শিরিন হেনা- সমাজ বিজ্ঞান, ড. মো. মোস্তফা কামাল, সাদিদ জাহান সৈকত, আতিয়ার রহমান, মোবারাক হোসেন- ইসলামিক ইস্টাডিজ, মো. জাফর ইকবাল, মামুনুর রশীদ শেখ, শহিদুল ইসলাম, মিফতাউল বারি, রেজাউল করিম- সমাজ কর্ম, ড. সামসুল কবির- ইসলামের ইতিহাস, ড. আব্দুস সামাদ, আব্দুল মান্নান, আফসানা আহমেদ- ইতিহাস, এ.বি.এম. শাহীনুর রহমান, ফরহাদ আহমেদ- দর্শন, মাসরিক হাসান মেহেদী, ইমরান হোসেন, সাইদুল্লাহ কায়সার– ফিনান্স, জাকির হোসেন তালুকদার, আব্দুল্লাহ মাহফুজ, বিদ্যুৎ বলো– মার্কেটিং, দেওন তুষার– ম্যানেজমেন্ট, আশ্রাফু জামান– গণিত, মাহমুদুল হাসান তুহিন, আব্দুল্লাহ মাহফুজ– পদার্থ, ড. আব্দুস সামাদ, জগদীশ চন্দ্র- রসায়ন, আনিকা তাবাসসুম, নাসরিন সুলতানা, সুকান্ত সাহা, জি.এম. আল আমিন, রিপা আক্তার শারমীন, বিভাস কুমার সরকার- উদ্ভিদ বিজ্ঞান, শাহীন মোল্লা, কিশোর কুমার- মনোবিজ্ঞান – মনোবিজ্ঞান, খন্দকার তানভীর হোসেন, মো. মহিউদ্দিন মাহী, মো. আশ্রাফউদ্দিন- ভূগোল ও পরিবেশ, আসাদুজ্জামান রিপন, মো. মাসুদ হোসেন, সোহান- প্রাণী বিজ্ঞান, কাজী ফারুক হোসেন, শিল্পী সাহা- শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, নেয়াজ আলমগীর- ভাষা ইন্সটিটিউট, মো. আব্দুস সালাম- ইংরেজি বিভাগ, পাভেল মাহমুদ, মো. কুদ্দুস- নৃ-বিজ্ঞান, রাজেশ কুমার, জিল্লুর রহমান– অর্থনীতি, খায়ের মাহমুদ, মোফাজ্জল হোসেন জয়– আইন, মাহমুদুল হাসান– সংগীত।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ড. আব্দুল হক- ভূগোল ও পরিবেশ, সুকান্ত ভুট্টাচার্য– দর্শন।


পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: রতন কুমার পাল – রসায়ন, প্রীতম কুমার দাস – পদার্থ, আরিফ ওবায়দুল্লাহ- ছাত্র উপদেষ্টা।


রাজশাহী বিশ্ববিদ্যালয়: তারিকুল হাসান, ফারুক আহমেদ– রসায়ন, মো. মাহফুজুর রহমান, মো. সিদ্দিকুল ইসলাম, কে এম এস তারেক– আইন।


শাজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: আলামিন রাব্বি- সমাজ বিজ্ঞান, মহিবুল আলম– বিয়োটেকনোলোজি, সামসুল আলম– রসায়ন।


রংপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: আপেল মাহমুদ- হিসাব বিজ্ঞান, সাইফুল ইসলাম– রাষ্ট্রবিজ্ঞান।


জাতীয় বিশ্ববিদ্যালয়: ড. আনোয়ার হোসেন, ড. সামসুদ্দিন ইলিয়াস, মো. আবু তোহা।


উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: রুমা আক্তার- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, মো. কামরুজ্জামান মো. সাত্তার,- শাহিনুর রহমান নূর মোহাম্মদ- ইসলামিক ইস্টাডিজ।


কুমিল্লা বিশ্ববিদ্যালয়: হাসান মেহেদী, আওলাদ হোসেন বিপ্লব– মার্কেটিং, নাসির হোসেন– অর্থনীতি, ড. মিজানুর রহমান- হিসাব বিজ্ঞান, কামরুন নাহার শিলা– বাংলা, মো. আতিকুর রহমান– রসায়ন, মাহমুদুল হাসান রাজু- কম্পিউটার সায়েন্স, কাজী ওমর সিদ্দিকী– ম্যানেজমেন্ট, নাহিদা বেগম– বাংলা, নাদিয়া সারোয়ার– ইংরেজি, সাদেকুজ্জামান তনু– প্রত্নতত্ত্ব।


নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ওয়ালিউর রহমান বিপুল- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, মোস্তাফিজুর রহমান– ইতিহাস।


বরিশাল বিশ্ববিদ্যালয়: পপি হালদার, ইব্রাহিম মোল্লা, রুবেল মিয়া– ফিনান্স,আশিকুর রহমান রুবেল- হিসাব বিজ্ঞান, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: আরিফ আহমেদ এমিল- আশিকুর রহমান তমাল।


শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: আবু জাফর আহমেদ মুকুল- বাজার কৃষি ব্যবস্থাপনা।


খুলনা বিশ্ববিদ্যালয়: রাসেল বাবু – পরিসংখ্যান, খুলনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ড. মো. আলমগীর- সিভিল ইঞ্জিনিয়ারিং, শারিয়ার রোমান– অর্থনীতি, আবুহেনা মোস্তফা কামাল- সমাজ বিজ্ঞান, ড. মো. আতিয়ার রহমান- সিভিল ইঞ্জিনিয়ারিং, তুহিন কুমার দে- সিভিল ইঞ্জিনিয়ারিং, ড. মোস্তফা সারোয়ার- আরবান রিওজিওনাল প্লানিং, তুষার কান্তি রায়- আরবান রিওজিওনাল প্লানিং, তানিয়া হক– হিসাববিজ্ঞান, জুবায়ের আহমেদ রতন- বি এম ই, ফাহিম খান প্রান্ত- এম এস ই, ফারহানা মমতাজ- টি ই, মো. নোমান হাসান- টি ই এ, কে এম নায়েবুল হোসেন- টি ই।


গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: জাকিয়া সুলতানা মুক্তা- ভাষা বিজ্ঞান।


যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: মেহেদী হাসান- ভূতত্ত্ব বিদ্যা, মাহফুজুর রহমান- পরিবেশ বিজ্ঞান।


কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়: আনিসুর রহমান- ভূগোল ও পরিবেশ, জেরিন আল উদ্দিন- ফলিত রসায়ন।


কাজী নজরুল বিশ্ববিদ্যালয়: ড. সির্ধারত দে- সঞ্জয় কুমার, চন্দন কুমার পাল– ফিনান্স, রাবেয়া আক্তার সুমি- ম্যানেজমেন্ট।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com