শিরোনাম
ঢাকার রাজপথ থাকবে ছাত্রলীগের দখলে : সাদ্দাম
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:২৬
ঢাকার রাজপথ থাকবে ছাত্রলীগের দখলে : সাদ্দাম
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন রাজধানী ঢাকার রাজপথ থাকবে ছাত্রলীগের দখলে। নৌকার বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।


শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে গড়ে ওঠা ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।


সাদ্দাম হোসাইন বলেন, উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীরা ৩০ ডিসেম্বর সারাদিন রাজপথে থাকবে। যেকোনো ধরণের অপশক্তিকে রুখে দিতে ছাত্রলীগ সদা প্রস্তুত রয়েছে। নৌকার বিজয়ের পর আমরা ক্যাম্পাসে ৩১ ডিসেম্বর বিজয় মিছিল বের করবো।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক ইমন ও যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।


অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, শেখ হাসিনার মতো নারী ও শিশুবান্ধব নেত্রীকে আমি আবার ক্ষমতায় দেখতে চাই। তাই আমার ভোটটি নৌকাতেই দিবো। আপনারাও নৌকায় ভোট দিবেন।


চিত্রনায়ক ইমনও সবাইকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, বিজয় মিছিল ৩১ তারিখে চলতে থাকবে, আমরাও এ ক্যাম্পাসে আসতেই থাকবো।


ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌলবাদী ও তাদের পৃষ্ঠপোষকদের স্থান হবে না। প্রয়োজনে আমরা দিনরাত ক্যাম্পাস পাহারা দিবো। সারা বাংলাদেশকে শান্তিতে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে জয়ী করার কোনো বিকল্প নেই বলে জানান তিনি।


প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর ‘প্রগতির মঞ্চে বিজয়ের স্বরলিপি’ শীর্ষক অনুষ্ঠান শুরু হয়। প্রতিদিন অনুষ্ঠানে থাকে গান, আবৃত্তি, নৃত্য ও আলোচনা। বিকেলে শুরু হয়ে রাতে শেষ হয় এর কার্যক্রম। আগামী ৩১ ডিসেম্বর রাতে এ অনুষ্ঠানের সমাপনী টানা হবে।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com