শিরোনাম
নৌকায় ভোট দেয়ার আহবান প্রাথমিক শিক্ষক সমিতির
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৮, ২০:১৩
নৌকায় ভোট দেয়ার আহবান প্রাথমিক শিক্ষক সমিতির
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

উন্নয়নের ধারা অব্যহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্যের সূত্রপাত হয়েছিল ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে। মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি আজও আমলাদের মধ্যে সক্রিয়। সেই সকল আমলাদের সৃষ্ট জটিলতার কারণে প্রাথমিক শিক্ষায় নানা ধরনের বৈষম্য বিরাজ করছে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রীর যে ঘোষণা এসেছে তা সময়োপযোগী।


তাই প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচির বৈষম্য নিরসন, সরকারি কর্মচারীদের জন্য নন ভ্যাকেশনাল সুবিধা প্রদান, সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদায় ১০ম গ্রেড প্রদানসহ প্রাথমিক শিক্ষার সকল ধরনের বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ।


তারা বলেন, সরকারি কর্মচারী হিসেবে প্রাথমিক শিক্ষকদের অবস্থান বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রীর অবদান। শিক্ষা ও উন্নয়নের স্বার্থে দেশের সকল প্রাথমিক শিক্ষককে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com