শিরোনাম
বিএনপির জরুরি বৈঠক আজ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭
বিএনপির জরুরি বৈঠক আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর আজ সোমবার জরুরি বৈঠকে বসছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৬টায় একই স্থানে বৈঠক হবে ২০দলীয় জোট নেতাদের।


বৈঠকে নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ভয়াবহ বিপর্যয় এবং আগামীদিনের করণীয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়া বিএনপির সিনিয়র নেতারা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বিশেষ বৈঠক করবেন।


নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে মাত্র সাতটি আসনে জয় পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। পরে রাতে জাতীয় ঐক্যফ্রন্ট এক সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানান। তারপরই দলীয় বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com