একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জয়লাভ করায় তাকে ও তার সহকর্মীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
সোমবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ-ভিত্তিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে জাতীয় এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় সর্বস্তরের জনগণকে জানাই অকৃত্রিম ধন্যবাদ ও অভিবাদন।
এই বিজয়ের মাধ্যমে দেশে বিরাজমান গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ আরো বিকাশ লাভ করবে এবং উন্নয়নের অব্যাহত ধারা বেগবান হবে বলেও উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ টি আসনের মধ্যে ২৫৯ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ ।
বিবার্তা/রাসেল/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]