বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের কাছে ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (কিউএইউ)’ হস্তান্তর করা হয়েছে। এসপিকিউএ'র ইনচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা বৃহস্পতিবার এটি হস্তান্তর করেন।
‘ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (কিউএইউ)’ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ একটি দলিল। এটি উচ্চশিক্ষার চলমান গতি-প্রকৃতি নির্দেশনার পাশাপাশি শিক্ষায় গুণগতমান নিশ্চিত করবে।
প্রফেসর সঞ্জয় কুমার অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি অ্যাসিউরেন্স ইউনিট ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়াক’ প্রস্তুত করেছে। সংশ্লিষ্ট সকলের সাথে বিস্তারিত আলোচনা করে এ দলিল তৈরি করা হয়েছে।
‘ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক’র পরবর্তী কার্যক্রমের জন্য এটি হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]