
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেটে মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ হিসেবে কালো ব্যাচ ধারণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এনিয়ে সংগঠনটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'আজকে আমরা খুবই দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে হাজির হয়েছি । আমাদের সহকর্মী পারভেজকে গতকাল হত্যা করা হয় । আমার ভাই পারভেজ সহ বাংলাদেশের সকল হতয়ার দাবিতে আজকের মানববন্ধন। পারভেজ হত্যাকারীদের খুব দ্রুত বিচারের আওতায় আনা হোক । যদি এর বিলম্ব হয় তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আন্দোলন আরও তীব্র হবে।'
সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'আজকে আমরা এখানে দাঁড়িয়েছি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রনেতা পারভেজ হত্যার বিচারের দাবিতে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তারা যেই দলেরই হোক না কেন তাদের বিচার আমরা চাই। আমরা ছাত্রদল দাবি করি এই শিক্ষার্থীদের দ্বারা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা প্রত্যেকেই দেশের শত্রু, জাতির শত্রু এবং দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা করছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা।'
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]