
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অতি দ্রুত ছাত্রসংসদ গঠন এবং বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠনগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় তারা জানান, লেজুড়বৃত্তির বাইরে গিয়ে একটি স্বতন্ত্র ছাত্র সংসদ গঠন করা হলে তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি পাবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, ছাত্রসংসদ গঠনের দাবিতে আমরা সম্প্রতি প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। তবে এখনো পর্যন্ত প্রশাসন কোন সিদ্ধান্ত জানায়নি। ছাত্র সংসদ চালুর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হোক। একই সঙ্গে, আমরা আজ এখানে দাঁড়িয়েছি ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে এবং বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য।
লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওসমান গনি বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ভয়াবহতা আমরা কুয়েটের সাম্প্রতিক ঘটনায় দেখেছি, যেখানে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এটি লেজুড়বৃত্তিক রাজনীতিরই ফল। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার দাবি করি। একই সঙ্গে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ গঠনের আহ্বান জানায়।
উল্লেখ্য, এর আগে গত ১৬ জানুয়ারি কুবিতে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]