বাকৃবিতে ‘আদর্শ জীবন গঠনে ইসলাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০০:৩৭
বাকৃবিতে ‘আদর্শ জীবন গঠনে ইসলাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ‘আদর্শ জীবন গঠনে ইসলাম’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সেমিনারটি আয়োজন করে বাকৃবি দ্বীনি কমিউনিটি (বাউডিসি)।


অনুষ্ঠানে বাকৃবি ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম।


সেমিনারের শুরুতেই লেখক ও অ্যাক্টিভিস্ট জাকারিয়া মাসুদ উম্মাহর কল্যাণে যুবক-যুবতিদের ভূমিকা ও করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি তরুণ প্রজন্মকে সামাজিক উন্নয়ন এবং দ্বীনি দায়িত্ব পালনের প্রতি উদ্বুদ্ধ করেন।


এরপর খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ার মোতাওয়াল্লি মুফতি মাহবূবুল্লাহ কাসেমী সিরাতের আলোকে জীবন গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি রাসুলুল্লাহ (সা.)-এর জীবন থেকে দৃষ্টান্ত তুলে ধরে একটি সুশৃঙ্খল ও নৈতিক জীবন গঠনের পরামর্শ দেন।


বিশিষ্ট দাঈ মুফতি যুবায়ের আহমাদ তার বক্তব্যে দাওয়াতের গুরুত্ব এবং ইসলামী সংস্কৃতির প্রচার ও প্রসার নিয়ে আলোচনা করেন। তিনি ইসলামি সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


সেমিনারের শেষ পর্যায়ে বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা শরীফ মুহাম্মদ তারুণ্যের অস্থিরতা, সংকট এবং প্রশান্তি ও সাফল্যের দ্বীনি দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, তরুণরা ইসলামের শিক্ষায় উজ্জীবিত হলে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব এবং এই প্রশান্তিই প্রকৃত সাফল্যের পথ সুগম করে।


বাকৃবি দ্বীনি কমিউনিটির সদস্য নাফিস সাদিক সায়েম বলেন, ‘আমাদের এই দ্বীনি কমিউনিটির যাত্রা খুব বেশিদিনের নয়। তাই অনেকের কাছেই এটি এখনও নতুন এবং অপরিচিত। তবে আমরা মুসলিম উম্মাহ হিসেবে বিচ্ছিন্নতাকে নয়, ঐক্যকে প্রাধান্য দিই। আমরা 'ওয়ান বডি, ওয়ান উম্মাহ'-তে বিশ্বাসী। সেই তাগিদেই আমরা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছি। যেখানে প্রতিটি মুসলিম, যে কোনো মাযহাব বা পন্থার অনুসারী হোক না কেন, ইসলামের বেসিক শিক্ষা ও কাজের মাধ্যমে একত্রিত হবে, ইনশাআল্লাহ।’


বিবার্তা/আমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com