
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থীদের রেজাল্ট আশানুরূপ না হওয়ায় রেজাল্ট পুনর্মূল্যায়ন কমিটি গঠিত হয়েছিল। তা বহাল রাখতে শিক্ষার্থীরা প্রশাসন বরাবর আবেদনপত্র জমা দিয়েছে।
২৯ সেপ্টেম্বর,রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর এ আবেদন জমা দেন তারা।
আবেদনপত্রে বলা হয়, ১৮-০৯-২৪ এ প্রকাশিত রেজাল্ট আমাদের আশানুরূপ না হওয়ায়, গত ২৮-৮-২৪ খ্রিষ্টাব্দে আমাদের আবেদনের প্রেক্ষিতে সদ্যবিদায়ী প্রশাসন ও ইংরেজি বিভাগে আমাদের আবেদন যৌক্তিক বিবেচনায় নিয়ে গত ১-৯-২৪ একটি পুনর্মূল্যায়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত দেয়। যার উপর আমরা সন্তুষ্ট হয়ে আবেদন করি। এরই প্রেক্ষিতে আজ ২৯-৯-২৪ ভাইভা নেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে ভাইভা হচ্ছেনা। সদ্যবিদায়ী প্রশাসনের সিদ্ধান্তটি বহাল রেখে রেজাল্ট পুনর্মূল্যায়ন কমিটিকে সহযোগিতা করার অনুরোধ রইলো। অতএব, মহোদয় আমাদের আবেদনটি গ্রহণ করে বাধিত করবেন।
আবেদন পেয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার। শিক্ষার্থীদের বলেন, আমার তরফ থেকে যতটুকু অনুমোদন করা দরকার তা করেছি, বাকিটুকু তদন্ত কমিটি দেখবে।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান বলেন, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা কথা বলব।
বিবার্তা/মহসিন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]