শিক্ষা
পলিটেকনিকের তালা খুলছে আজ, দুই কর্মসূচি অব্যাহত
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৯:৩৯
পলিটেকনিকের তালা খুলছে আজ, দুই কর্মসূচি অব্যাহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষকদের অনুরোধে চলমান শাটডাউন কর্মসূচি কিছুটা শিথিল করেছেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা ইনস্টিটিউটে লাগানো তালা খুলে দিয়ে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন।


বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট খুলে দেওয়া হবে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছেন।


এর আগে বুধবার (৭ মে) আইডিইবির উদ্যোগে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও আইডিইবির প্রতিনিধিদলের সদস্যরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানান। শিক্ষকদের আহ্বান ও শিক্ষার স্বার্থে কারিগরি ছাত্র আন্দোলন শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দেওয়া হয়।


আন্দোলনকারীদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কারিগরি শিক্ষা সপ্তাহে’ শিক্ষকসমাজের আন্তরিকতা ও সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাটডাউন কর্মসূচি শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ মে থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস কার্যক্রম চালু থাকবে।


তবে দীর্ঘদিন ধরে দাবি করা ছয় দফা দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন আরও জোরালোভাবে শুরু হবে বলেও হুঁশিয়ার করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।


ছয় দফা দাবিতে কয়েক মাস ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। স্মারকলিপি, মানববন্ধন ও ক্লাস-পরীক্ষা বর্জনের পর গত ১৬ এপ্রিল সকাল ১০টার দিক থেকে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে ওই দিন সারা দেশে জেলায় জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।


টানা কর্মসূচির মধ্যেও কয়েক দফায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। তাতেও আশ্বস্ত হতে না পেরে গত ২৯ এপ্রিল থেকে সব পলিটেকনিকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। এক সপ্তাহেরও বেশি সময় অচলবস্থার পর অবশেষে শাটডাউন শিথিল করে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com