
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আউটার লাইনচ্যুত হওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ মে) সকাল সোয়া ৭টায় রিলিফ ট্রেন বগিটি উদ্ধার করে। তবে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডাউন লাইন দিয়ে বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, সকাল ৬টায় কক্সবাজার এক্সপ্রেসটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আউটার লাইনচ্যুত হয়। তবে গতরাতে দুর্ঘটনাকবলিত মালবাহী কন্টেইনার ট্রেনটি উদ্ধারের জন্য আনা রিলিফ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করায় তাৎক্ষণিক উদ্ধারের কাজ শুরু করা হয়েছিল। এতে এক ঘণ্টার মধ্যে কক্সবাজার এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]