
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি শুরু আগামী ১০ মে । ভর্তির শেষ তারিখ আগামী ২০ জুন এবং ক্লাস শুরু হবে আগামী ১ জুলাই।
২৫ মার্চ, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. তারিকুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি কমিটির সভার ৩ (১০) নম্বর সিদ্ধান্তে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির শুরু ও শেষ তারিখ এবং ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি শুরু আগামী ১০ মে। শেষ হবে ২০ জুন। ক্লাস শুরু আগামী ১ জুলাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, সাধারণ শিক্ষার্থীদের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। পরবর্তীতে কোটায় ভর্তির তারিখ ঘোষণা করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]