নতুন বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:০৮
নতুন বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।


তিনি বলেছেন, নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীরা ভর্তির পর যেন শিক্ষা-সহায়ক পরিবেশ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।


১৫ জানুয়ারি, সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় তিনি এ পরামর্শ দেন।


এসময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে বিভাগ খোলার পরামর্শ দেন। তিনি দেশে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেও নির্দেশনা দেন।


ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সৌজন্য সাক্ষাৎ করেন।


এসময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে অধ্যাপক মো. আলমগীর দেশের উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com