‘শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পারলেই শ্রেণিকক্ষমুখী হবে’
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১৫:২৭
‘শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পারলেই শ্রেণিকক্ষমুখী হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসী তৈরি করতে পারলেই তারা শ্রেণি কক্ষমুখী হবে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।


তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশে প্রতিটি নাগরিককে স্মার্ট হতে হবে। আমাদের তরুণের মধ্যে একসঙ্গে দেশপ্রেম, আইসিটি নলেজ এবং তার মধ্যে অন্ট্রাপ্রেনার হয়ে ওঠার একেকটা গল্প তৈরি করতে হবে।’


১৩ জানুয়ারি, শনিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের অডিটোরিয়ামে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণে প্রস্তুতি বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।


দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘আমাদের প্রতিটি শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাসী তৈরি করা প্রয়োজন। যে শিক্ষার্থী আজকে ক্লাস বিমুখ হচ্ছে। তাকে ক্লাসে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তার সামনে সফ্টস্কিল আইসিটি, অন্ট্রাপ্রেনারশিপের মতো বিষয়গুলো নিয়মিত সাবজেক্টের পাশাপাশি দিতে হবে। তখনই তার মধ্যে আগ্রহ তৈরি হবে। সে বুঝতে পারবে কলেজে গেলেই তার জীবন যাত্রার মান উন্নয়ন হবে। সে দক্ষ হয়ে উঠবে। তার মধ্যে আশাবাদ তৈরি হবে। আমরা যদি সেই আশাবাদ তৈরি করতে না পারি তাহলে আইন করে শিক্ষার্থীদের ক্লাসরুমে আনা যাবে না।’


জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘আমি ইতিবাচক মনোভঙ্গি নিয়েই বাংলাদেশকে দেখি এবং সেটির পরিবর্তন যে ত্বরান্বিত হচ্ছে, আমরা যে পারছি সেটি বাস্তবতা। আমাদের মেধাবী সন্তানেরা বিদেশগামী হচ্ছে। আর বিদেশে যারা কর্মদক্ষ তারা আমাদের এখানে চাকরি করছে আর রেমিট্যান্স নিয়ে যাচ্ছে। এটি আমাদের জন্য সতর্কবার্তা। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’


কলেজ শিক্ষকদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে সেটি ঠিক কিন্তু কিছু দিন আগেও কলেজ শিক্ষকদের মানোন্নয়নের জন্য কোনো উদ্যোগ ছিল না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিইডিপি গ্রহণ করে কলেজ শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করেছেন। ইতোমধ্যে আইডিজির মাধ্যমে ১২০টি কলেজে অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠা করেছি। যদিও এটি পর্যাপ্ত নয়। পর্যায়ক্রমে এর সম্প্রসারণ ঘটবে।’


কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন সিইডিপির পিডি মোহাম্মদ খালেদ রহীম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বাংলাদেশের উপাচার্য প্রফেসর মুহাম্মদ মাহফুজুল ইসলাম, মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com