ইবি’র ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন ড. আশ্রাফী
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ২০:৫৪
ইবি’র ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন ড. আশ্রাফী
ইবি সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেন।


৫ নভেম্বর, রবিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।


অফিস আদেশ সূত্রে, অনুষদটির সদ্যবিদায়ী ডিন অধ্যাপক ড. এইচ. এন. এম. এরশাদ উল্লাহের দায়িত্বের মেয়াদ শেষ হয় গত ২ নভেম্বর। তার পদ শূন্য হওয়ায় তার স্থলে অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীকে নতুন ডিন হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার অনুষদের ডিনের কার্যালয়ে এ দায়িত্ব গ্রহণ করেন ড. আশ্রাফী।


নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছে ধর্মতত্ত্ব অনুষদ দিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অনুষদের নামে আলাদা একাডেমিক ভবন থাকলেও এ অনুষদের নামে কোনো একাডেমিক ভবন নেই। আমি প্রত্যাশা করি স্বকীয়তা বজায় রেখে এ অনুষদের নামে একটি একাডেমিক ভবন থাকবে। থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নামে এই অনুষদ ভবনের নামকরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অনুরোধ জানাব। এছাড়া অনুষদের সকল সংকট নিরসনের মাধ্যমে স্মার্ট অনুষদ হিসেবে গড়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করব।


বিবার্তা/জায়িম/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com