
ফরিদপুরের আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
১৮ মে, শনিবার দুপুরে র্যাব ১০, সিপিসি ৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডারকে এম শাইখ আকতার এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (১৭ মে) দুপুরে ফরিদপুর ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে আজিজুল শেখকে গ্রেফতার করা হয়।
আজিজুল শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের দুলাল শেখের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ২০১৮ সালের ৭ জুন ফরিদপুরের নগরকান্দার মানিকদী পাগলপাড়া এলাকার গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের ছেলে আলাউদ্দিন ওরফে অন্তর মসজিদে তারাবির নামাজে যাচ্ছিল। এ সময় পথে তাকে অপহরণ করা হয়। পরে অন্তরাকে জীবিত অবস্থায় ফেরত দিতে তার মা-বাবার কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে বিকাশের মাধ্যমে কিছু টাকাও দেন অন্তরের মা। এরপরও অন্তরকে শ্বাসরোধে হত্যা করে তারা।
এদিকে অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে না পেয়ে অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় অভিযোগ দিলে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও তাকে উদ্ধারে ব্যর্থ হয়। এর ২১ দিন পর ওই এলাকার একটি খাল থেকে অন্তরের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অন্তরের মা।
র্যাব জানায়, ২০১৮ সালের ১৫ অক্টোবর নগরকান্দা থানার এসআই নিখিল চন্দ্র অধিকারী মামলার চার্জশিট আদালতে দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে দীর্ঘ প্রায় ৬ বছর পর আদালত গত ২৭ মার্চ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের সময় ৬ আসামির মধ্যে ৫ জন আদালতে উপস্থিত থাকলেও আজিজুল শেখ পলাতক ছিলেন। তবে র্যাব-১০ অভিযান চালিয়ে পলাতক আজিজুল শেখকে ফরিদপুরের ভাঙ্গা টোলপ্লাজা এলাকা থেকে গ্রেফতার করে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]